প্রায় ২০০০ কর্মীকে বদলির নোটিস পাঠানো হয়েছিল। সেই নির্দেশ না মানায় প্রায় ৯০০ কর্মীর বেতন আটকে দেওয়া হয়েছে। এমনই অভিযোগ টাটা কনসাল্টেন্সি সার্ভিসের বিরুদ্ধে। এবার এই ঘটনায় মহারাষ্ট্রের শ্রম বিভাগ টিসিএস-এর আধিকারিকদের নোটিস পাঠিয়েছে।
ফিনান্সিয়াল এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী, আইটি ইউনিয়ন টিসিএসের এই সিদ্ধান্তে তীব্র বিরোধিতা করেছে। তাঁদের দাবি, টিসিএস অবৈধভাবে কর্মীদের বেতন আটকে রেখেছে। বদলির ফলে একজন কর্মীর জীবনে কী কী সমস্যা হতে পারে, তাও তুলে ধরা হয়েছে।
ফিনান্সিয়াল এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী, প্রায়ম৩০জন টিসিএস কর্মীর কোনও নির্দিষ্ট প্রজেক্ট নেই। কিছু কর্মীর অভিযোগ, তাঁরা সংস্থার নির্দেশ মতো বদলির সিদ্ধান্ত না মানায় সংস্থার পোর্টালের অ্যাকসেসও বন্ধ করে দেওয়া হয়েছে।