কংগ্রেসের জন্য বড়সড় স্বস্তি। আয়কর দফতরের তরফে তাদের কোনও অ্য়াকাউন্ট ফ্রিজ করা হবে না। এমনটাই দাবি করলেন কংগ্রেসের আইনজীবী সেলের নেতা বিবেক তঙ্খা। ফলে ওই চারটি অ্য়াকাউন্ট থেকে সহজেই লেনদেন চালানো সম্ভব বলে কংগ্রেসের তরফে জানানো হয়েছে। আপিলেট ট্রাইবুনাল বেঞ্চের তরফে এই নির্দেশ দেওয়া হয়েছে।
কী জানা গিয়েছিল?
শুক্রবার সকালেই কংগ্রেস নেতা অজয় মাকেনের তরফে একটি অভিযোগ করা হয়। সেখানে জানানো হয়, আয়কর দফতর তাদের চারটি ব্যাঙ্ক অ্য়াকাউন্ট বেআইনিভাবে ফ্রিজ করেছে।
যদিও অজয় মাকেনের অভিযোগের কয়েকঘণ্টা পরেই রাজ্যসভার সাংসদ বিবেক তঙ্খা পালটা জানিয়েছেন, ওই অ্যাকাউন্টগুলিতে লেনদেনের বাধা নেই। একইসঙ্গে তিনি আপিলেট ট্রাইবুনালে জানিয়েছিন, যদি অ্য়াকাউন্ট ফ্রিজ করা হয় তাহলে আসন্ন লোকসভা ভোটে অংশ নেওয়া তাদের পক্ষে সম্ভব নয়।