দূরত্ব কমছে । চাঁদে অবতরণ অপেক্ষা মাত্র । সেই লক্ষেই আরও একধাপ এগোল চন্দ্রযান থ্রি (Chadrayaan 3 Update ) । বৃহস্পতিবারই চন্দ্রযানের মূল অংশ থেকে ল্যান্ডার আলাদা হয়ে গিয়েছে । শুক্রবার চাঁদের উপবৃত্তাকার কক্ষপথে ঢোকার জন্য নিজের গতি কিছুটা কমিয়েছে ‘বিক্রম’। সব ঠিক থাকলে আগামী বুধবার ল্যান্ডার ‘বিক্রম’-এর চাঁদে (Chadrayaan 3) নামার কথা । এদিকে, ইসরো তাদের টুইটারে চন্দ্রপৃষ্ঠের দারুণ কিছু ছবি শেয়ার করেছে ।
'বিক্রম' পাঠাচ্ছে ছবিগুলো । আসলে, 'বিক্রম'-এর সঙ্গে লাগানো রয়েছে বেশ কিছু স্বয়ংক্রিয় ক্যামেরা। সেই ক্যামেরা থেকে চন্দ্রপৃষ্ঠের ছবি তুলে ধরেছে সে । আর তা কোলাজ করে টুইটারে শেয়ার করেছে ইসরো (ISRO) । ভিডিও-তে শুধু দেখা যাচ্ছে, চন্দ্রপৃষ্ঠ, বিভিন্ন অ্যাঙ্গেলে ধরা হয়েছে ছবি ।
আরও পড়ুন, Chandrayan 3 update: চন্দ্রযান ৩ থেকে আলাদা হল ল্যান্ডার 'বিক্রম', এবার শুরু অবতরণ প্রক্রিয়া
গত ৬ অগাস্ট ল্যান্ডার হরাইজন্টাল ভেলোসিটি ক্যামেরার মাধ্যমে তোলা একটি হাই রেজলিউশন ইমেজ (High resolution image) প্রকাশ করে ইসরো (ISRO)। উল্লেখ্য, গত ১৪ জুলাই পৃথিবীর ওপরে ভেসে বেড়ানো মেঘের ছবি প্রকাশ করেছিল ইসরো।
আগামী ২৩ অগাস্ট ল্যান্ডার বিক্রমের চাঁদের অবতরণ করার কথা। রোভার প্রজ্ঞানকে পেটের ভিতর নিয়ে চাঁদের দক্ষিণ মেরুতে নামবে ‘বিক্রম’ । এবার সফল হলে ভারতের মহাকাশ গবেষণা বড় মাত্রা পাবে।