বুধবার চন্দ্রপৃষ্ঠে অবতরণ করবে চন্দ্রযান ৩। তার আগে চাঁদের ছবি প্রকাশ্যে আনল ইসরো। ইসরোর তৈরি এই মহাকাশ যান সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে।
সোমবার ইসরোর পক্ষ থেকে বেশ কয়েকটি ছবি শেয়ার করা হয়েছে। চাঁদের বুকে পা রাখা আগে ঘুরে ঘুরে নিরাপদ অবতরণের স্থান খুঁজছে ল্যান্ডার বিক্রম। বিক্রমের ক্যামেরার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে ইসরো।
টুইট করে ইসরো লিখেছে, "এগুলি চাঁদের অনেক দূরপ্রান্তের ছবি। বিক্রম ল্যান্ডারের বিশেষ ক্যামেরা LHDAC দিয়ে ছবিগুলি তোলা। এই ক্যামেরা চাঁদের মাটিতে অবতরণের জন্য নিরাপদ স্থান খুঁজতে সাহায্য করে।"
গতবার চন্দ্রযান ল্যান্ডিংয়ের সময় বিপদে পড়েছিল। চাঁদের জমিতে উঁচু-নিচু গর্ত আছে। ঢিবিও আছে। ল্যান্ডিংয়ের ক্ষেত্রে সমস্যা হতে পারে। এবার এই বিশেষ ক্যামেরা দিয়ে পর্যবেক্ষণ করে অবতরণ করবে চন্দ্রযান ৩।