চন্দ্রযান ৩-এর সফল উৎক্ষেপণের (Chandrayaan 3) পর ইসরোর-র (ISRO) নজরে এবার সূর্য। সূর্য নিয়ে মিশনের জন্য ভারতের মহাকাশ গবেষণার এই সংস্থাটি তৈরি করবে আদিত্য এল-ওয়ান। ২০০৮ সালে এই মিশনের কথা শুরু হলেও একাধিকবার সেই পরিকল্পনা বাজেটের কারণে ভেস্তে গিয়েছিল।
২০২৩ সালের ২৬ অগস্ট থেকে শুরু হবে এই মিশন (Sun mission)। জানা গিয়েছে ইসরোর তরফ থেকে। উৎক্ষেপণের খরচ বাদ দিলে, ইসরোর (ISRO) পরিকল্পনা অনুযায়ী, এই মিশনের জন্য মোট খরচ হতে পারে ৩৭৮ কোটি ৫৩ লক্ষ টাকা।
পৃথিবী থেকে সূর্যের দূরত্ব ১৫ কোটি কিলোমিটার। এই অবস্থানে থেকে সূর্যকে ভালো ভাবে পর্যবেক্ষণ করতে পারবে যানটি। গ্রহণ বা অন্য কোনও অন্তরায় ঘটবে না। কী দেখবে এই যান? দেখবে সূর্যের নানারকম কার্যপ্রক্রিয়া, দেখবে মহাকাশের আবহাওয়ার উপর কী প্রভাব ফেলে সূর্যের এই সব কর্মকাণ্ড।
উল্লেখ্য, শুধু সূর্যই নয় মহাকাশে মানুষও পাঠাতে চান ইসরোর বিজ্ঞানী। আর সেই মিশনের নাম 'গগনযান' মিশন। আর তার জন্য এখন জোরকদমে চলছে প্রস্তুতিও। ২০২৫-এ এই মিশন চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।