চাঁদে পাড়ি আর দেরি নয়। আগামী জুলাইয়েই চাঁদের উদ্দেশে উড়ে যেতে পারে চন্দ্রযান ৩ (Chandrayaan 3)। শ্রীহরিকটোরা সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে মহাকাশযানটি উৎক্ষেপন করা হতে পারে। যার নাম মার্ক-৩। এই মিশনের জন্য খরচ হবে ৬১৫ কোটি টাকা।
ইসরোর (ISRO) উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, আগামী ১৩ জুলাই দুপুর ২টো ৩০ মিনিটে চন্দ্রযান ৩ লঞ্চ করা হবে। তবে ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ সঠিক দিনক্ষণ নিয়ে এখনও কিছু ঘোষণা করেননি। ১২-১৯ জুলাইয়ের মধ্যে কোনও একটি দিনে এই উৎক্ষেপণ হবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: ভীম আর্মির প্রধান চন্দ্রশেখর সাহারানপুরে গুলিবিদ্ধ! নিয়ে যাওয়া হল হাসপাতালে
এই মিশনের দিকে তাকিয়ে আছে গোটা বিশ্বের চোখ থাকবে। আগের অভিযানগুলি থেকে পাওয়া তথ্য এই অভিযানে সাহায্য করবে। এই মিশনের সংযোজন শেপ প্রযুক্তি। যা চাঁদের কক্ষপথ থেকে পৃথিবীর ছবি ও মূল্যবান তথ্য সরবরাহ করবে।