৭টি বিদেশি উপগ্রহ নিয়ে রওনা দিল PSLV-C56 রকেট। রবিবার সকাল ৬টা ৩৪ মিনিট নাগাদ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপন করা হয়। এটা নিয়ে ইসরোর কাছে তৃতীয় বানিজ্যিক মিশন। এই মিশন সফল হলে ১৯৯৯ সাল থেকে মোট ৪৩১টি স্যাটেলাইট পাঠানোর মাইলফলক ছুঁয়ে ফেলবে ইসরো।
রবিবার DS-SAR স্যাটেলাইট রয়েছে PSLV রকেটে। এছাড়াও রয়েছে আরও দুটি রকেট। যাদের নাম ভেলোক্স এএম এবং অর্কেড। সঙ্গে নুলিয়ন, স্কুব, গালাসিয়া-২ এর মতো রকেটও রয়েছে।
Read More- চন্দ্রযান ৩ এর পর ইসরো-র 'মিশন সূ্র্য', আদিত্য এল ওয়ানের জন্য খরচ কত জানেন?
DS-SAR স্যাটেলাইটটি মূলত আবহাওয়ার পূর্বাভাস জানতে ব্যবহার করা হয়। যে কোনও রকম আবহাওয়ার উচ্চমানের ছবি তুলতে সক্ষম এই রকেটটি। দিন এবং রাতের সমস্ত আবহাওয়ার ছবি তুলতে সক্ষম।