স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে বড় পদক্ষেপ ইসরোর। দেশের প্রথম ক্ষুদ্রতম রকেট উৎক্ষেপন করা হয় রবিবার সকালে। শ্রীহরিকোটার মহাকাশ বন্দর থেকে এই রকেটটির উৎক্ষেপণ করা হয়। এর আগে এত ছোট রকেট কখনও লঞ্চ করা হয়নি ইসরো থেকে। এই রকেটে থাকা স্যাটেলাইট পৃথিবীর নিম্ন অক্ষে প্রদক্ষিণ করবে বলে জানানো গিয়েছে।
ইসরো সূত্রে খবর, ক্ষুদ্রতম এই রকেটের মধ্যে একটি বিশেষ স্যাটেলাইট (Satellite) রয়েছে। সেটি ৭৫০ জন স্কুলপড়ুয়া একসঙ্গে মিলে তৈরি করেছে। স্কুলপড়ুয়াদের তৈরি এই কৃত্রিম উপগ্রহ জায়গা পেয়েছে ইসরোর সবচেয়ে ছোট রকেটে। এই ক্ষুদ্রতম রকেট বা স্মল স্যাটেলাইট লঞ্চ ভেহিকলটি লম্বায় ৩৪ মিটার। এর ভেহিকল ডায়ামিটারের দৈর্ঘ্য ২ মিটারের বেশি নয়।
আরও পড়ুন- Bihar Hooch tragedy: 'ড্রাই' বিহারে ফের বিষ মদের বলি ১১, গ্রেফতার ৫
তবে রবিবারের উৎক্ষেপণে কিছুটা ধাক্কা খেয়েছে ইসরো। উৎক্ষেপণের আগের মুহূর্তের বেশ কিছু তথ্য হারিয়ে গিয়েছে। বিজ্ঞানীরা সেই তথ্য পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছেন, জানা গিয়েছে ইসরো সূত্রে। পাশাপাশি, উড়ানের পর এই রকেটে কিছু গোলমাল দেখা দিয়েছে। স্যাটেলাইট দুটিকে যথাযথভাবে এই রকেট পৃথিবীর কক্ষে পৌঁছে দিতে পারবে কিনা তা খতিয়ে দেখছেন ইসরোর বিজ্ঞানী এবং ইঞ্জিনিয়াররা।