ঐতিহাসিক মুহূ্র্তের একেবারে সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে গোটা দেশ। শুক্রবার ১৪ জুলাই দুপুর ২:৩৫ মিনিট নাগাদ ইসরোর চন্দ্রযান-৩ যা্ত্রা শুরু করবে। চাঁদে অবতরণ করতে পারলে আমেরিকা, রাশিয়া ও চিনের পর ভারত হবে চতুর্থ দেশ, যাদের ল্যান্ডার সফলভাবে চাঁদে পৌঁছবে। এর আগে ইসরো-র চন্দ্রযান ২ তার সফল অবতরণে ব্যর্থ হয়েছিল। উৎক্ষেপণের সময় কম্পন ও শব্দ সহ্য করতে সক্ষম এই নতুন মহাকাশযানটি। অনুমান করা হচ্ছে, অগস্টের ২৩ অথবা ২৪ তারিখ চাঁদে পৌঁছবে চন্দ্রযান-৩। চাঁদে পৌঁছবে মহাকাশযানটি। চাঁদে পৌঁছতে মহাকাশযানটির ৪৫ থেকে ৪৮ দিন সময় লাগতে পারে।
এই ঐতিহাসিক মুহূ্র্ত কোনওভাবেই যাতে মিস না করে ফেলে দেশবাসী, তার জন্য সম্প্রচারের বিশেষ ব্যবস্থা করেছে ইসরো।
https://www.youtube.com/watch?v=q2ueCg9bvvQ-এ লাইভ স্ট্রিমিং দেখার ব্যবস্থা করা হয়েছে। নোটিফিকেশন অন করে রাখলেই আগে থেকে অ্যালার্ট চলে যাবে।
এছাড়া, এই উৎক্ষেপণ লাইভ দেখতে চাইলে আগ্রহীরা ivg.shar.gov.in.-এই সাইটে গিয়েও নিজেদের নাম নথিভুক্ত করতে পারেন।
তাছাড়া, শুক্রবার দূরদর্শনে সরাসরি সম্প্রচার করা হবে এই ঐতিহাসিক মুহূ্র্তটি।