প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি মালদ্বীপের তিন মন্ত্রীর অবমাননাকর মন্তব্যের প্রেক্ষিতে সোস্যাল মিডিয়ায় শুরু হয়েছে 'বয়কট মালদ্বীপ' প্রচার। তার সঙ্গেই প্রভূত উৎসাহ তৈরি হয়েছে লাক্ষাদ্বীপ নিয়ে। অনেকেই মালদ্বীপে ভ্রমণের পরিকল্পনা বাতিল করে যেতে চাইছেন লাক্ষাদ্বীপে। এর মাঝেই ইজরায়েল জানাল, তারাও লক্ষাদ্বীপে ট্যুরিজম আরও বাড়াতে প্রোজেক্ট শুরু করতে চলেছে।
ভারতের ইজরায়েলি দূতাবাসের এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, মঙ্গলবার থেকেই তারা লক্ষাদ্বীপে সমুদ্রের জলকে লবণমুক্ত করার কাজ শুরু করবে। এর সঙ্গেই লক্ষাদ্বীপের কিছু দুর্দান্ত ছবিও পোস্ট করা হয়েছে। সঙ্গে লেখা হয়েছে, 'যাঁরা এখনও লাক্ষাদ্বীপের অসাধারণ আন্ডারওয়াটার সৌন্দর্য উপভোগ করেননি, তাঁরা এই দ্বীপের অনবদ্য প্রাকৃতিক সৌন্দর্যের সাক্ষী থাকুন'। এই পোস্টকে স্বাভাবিকভাবেই চলতি বিতর্কে ভারতের প্রতি ইজরায়েলের সমর্থন হিসাবে দেখা হচ্ছে।
Ranveer Singh: লাক্ষাদ্বীপের ছবি দিতে গিয়ে মালদ্বীপের ছবি পোস্ট! তড়িঘড়ি ডিলিট করলেন রণভির সিং
মালদ্বীপের তুন মন্ত্রী মারিয়ম শিউনা, মালশা শারিফ এবং মাহজুম মাজিদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি অবমাননাকর মন্তব্য করেন। এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেন ভারতীয়রা। অবশেষে ওই তিন মন্ত্রীকে সাসপেন্ড করা হয়। সরকারি বিবৃতি দিয়ে মালদ্বীপ সরকার জানায়, তারা ওই তিনজনের মন্তব্যের সঙ্গে সহমত নয়৷