লোকসভা নির্বাচনের আগে ভারতে বড়সড় হামলার ছক বানচাল । পুলিশের জালে দুই আইসিস জঙ্গি । ধৃতদের মধ্যে একজন ভারতে আইসিস জঙ্গি গোষ্ঠীর প্রধান হ্যারিস ফারুকি বলে জানা গিয়েছে । দীর্ঘদিন ধরেই এনআইএর মোস্ট ওয়ান্টেড তালিকায় তার নাম ছিল । ভারত-বাংলাদেশ সীমান্তের কাছে অসমের ধুবরি জেলা থেকে দুই জঙ্গিকে গ্রেফতার করা হয় ।
জানা গিয়েছে, বাংলাদেশ থেকে বেআইনিভাবে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকতে চেয়েছিল ওই দুই জঙ্গি । খবর পেয়ে, ভারত-বাংলাদেশ সীমান্তে অসম পুলিশের টাস্ক ফোর্স অভিযান চালায় । আর তাতেই সাফল্য মেলে । অসম পুলিশের মুখ্য জনসংযোগ অফিসার প্রণবজ্যোতি গোস্বামী জানিয়েছেন, দেশের একাধিক জায়গায় আইইডি বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা ছিল তাদের ।
ধৃতদের মধ্যে ভারতে আইসিস জঙ্গি গোষ্ঠীর প্রধান ছাড়াও তার এক সহকারীকে গ্রেফতার করে পুলিশ । নাম অনুরাগ সিং ওরফে রেহান। তাঁর স্ত্রী বাংলাদেশের নাগরিক । অসম পুলিশ জানিয়েছেন, ধৃত জঙ্গিদের এনআইএ-র হাতে তুলে দেওয়া হবে ।