পরীক্ষা শুরু হতে বাকি ছিল আর মাত্র ২ ঘণ্টা। তখনই বিজ্ঞপ্তি জারি করে বাতিল করে দেওয়া হল সোমবারের আইএসসি-র রসায়নের প্রথম পত্রের পরীক্ষা। বিজ্ঞপ্তি জারি করল, কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশন। যদিও, কেন বাতিল হয়ে গেল পরীক্ষা, তা নিয়ে কোনও কারণ দর্শানো হয়নি। জানা গিয়েছে, আগামী ২১ মার্চ, বৃহস্পতিবার, এই পরীক্ষাটি হবে দুপুর দুটোর সময়।
পরীক্ষা দেওয়ার জন্য অধিকাংশ পড়ুয়াই রওনা দিয়েছিলেন পরীক্ষাকেন্দ্রের উদ্দেশে। তখনই এল এই খবর। আচমকা পরীক্ষা বাতিলের খবর আসায় বিপাকে পড়েন পরীক্ষার্থীরা।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে চলতি বছরের আইএসসি পরীক্ষা। চলবে আগামী ৩ এপ্রিল পর্যন্ত।