বালেশ্বর ট্রেন দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিজনদের দ্রুত বিমার টাকা দিতে নির্দেশ ইনসিওরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথোরিটির(IRDA)। বিমার টাকা পাওয়ার ক্ষেত্রে পুরো প্রক্রিয়া তাড়াতাড়ি শেষ করার নির্দেশও দেওয়া হয়েছে।
IRDA-র তরফে প্রতিটি জীবন বিমা, স্বাস্থ বিমা সংস্থার কাছে একটি নির্দেশিকা পাঠানো হয়েছে। সেখানে জানানো হয়েছে, বালেশ্বর ট্রেন দুর্ঘটনায় মৃত ও আহতদের একটি তালিকা প্রকাশ করেছে সরকার। সেই তালিকায় যাঁদের নাম রয়েছে এবং তাঁদের যদি কোনও বিমা করা থাকে তাহলে অতি দ্রুত বিমার টাকা প্রাপ্য ব্যক্তিকে দিতে হবে। সোমবারই ওই নির্দেশিকা পাঠানো হয়েছে।
IRDA-র তরফে জানানো হয়েছে, রেল দুর্ঘটনায় যাঁরা আহত হয়েছে এবং নিহতদের পরিবার পিছু বর্তমানে আর্থিক সহায়তা দরকার। সেকারণে যাঁদের বিমা করা আছে তাঁদের দ্রুত নিস্পত্তি করার নির্দেশ দেওয়া হয়েছে।