রামনবমী উপলক্ষে যাত্রীদের দারুণ উপহার নিয়ে এল ভারতীয় রেল । ভারত সরকারের 'দেখো আপনা দেশ'উদ্যোগের অধীনে একটি বিশেষ ট্যুর প্যাকেজের ঘোষণা করেছে রেল । প্যাকেজের নাম 'ভারত নেপাল আস্থা যাত্রা' । এই বিশেষ ট্যুরে থাকছে চারটি তীর্থস্থান ও ঐতিহ্যবাহী স্থানগুলি ঘোরার সুযোগ । তালিকায় রয়েছে অযোধ্যা,বারাণসী ও প্রয়াগরাজ এবং নেপালের পশুপতিনাথের মতো জায়গাগুলি । ভারতীয় রেলের 'ভারত গৌরব ট্যুরিস্ট ট্রেন'-এর মাধ্যমে যাত্রীদের ঘোরার ব্যবস্থা করা হয়েছে ।
জানা গিয়েছে, ট্যুর প্যাকেজে থার্ড এসি ক্লাসে ৬০০টি আসন থাকবে । এর মধ্যে ৩০০টি হবে স্ট্যান্ডার্ড শ্রেণির এবং বাকি ৩০০টি সুপিরিয়র শ্রেণির । একজনের জন্য সুপিরিয়র শ্রেণির খরচ পড়বে ৪১,০৯০ টাকা । আবার, দু'জন যাত্রীর জন্য খরচ কমে হবে মাথাপিছু ৩১,৬১০ টাকা । অন্যদিকে, স্ট্যান্ডার্ড ক্লাসের খরচ পড়বে মাথাপিছু ৩৬,১৬০ টাকা,২জনের জন্য স্ট্যান্ডার্ড ক্লাসের খরচ ২৭,৮১৫ টাকা ।
স্ট্যান্ডার্ড শ্রেণির যাত্রীদের রাখা হবে নন-এসি রুমে,আর সুপিরিয়র প্যাকেজের যাত্রীরা থাকবেন নন-এসি রুমে । ভ্রমণ বীমা-সহ সব প্রযোজ্য কর প্যাকেজে অন্তর্ভুক্ত থাকবে । ট্রেনটি জলন্ধর, লুধিয়ানা, চণ্ডীগঢ়, আমবাবা, কুরুক্ষেত্র, পানিপথ, দিল্লির উপর দিয়ে যাবে বলে জানা গিয়েছে ।