রেলের (Indian Railways) টিকিট কাটার ঊর্ধ্বসীমা বাড়াল আইআরসিটিসি (IRCTC)। এর জেরে যাত্রীদের অনেকটাই সুবিধা হল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
আইআরসিটিসি-র নিয়ম অনুসারে এতদিন তাদের অ্যাপের সাহায্যে অনলাইনে প্রতি মাসে টিকিট কাটার ঊর্ধ্বসীমা ছিল যথাক্রমে ৬টি ও ১২টি। অনলাইনে টিকিট কাটার জন্য নির্দিষ্ট আইডি প্রয়োজন। যে ব্যক্তি টিকিট কাটবেন তাঁর মোবাইল ফোনে ইনস্টলড অ্যাপটির আইডি যদি তাঁর আধার নম্বরের সঙ্গে লিঙ্ক করা না থাকে, তাহলে তিনি প্রতি মাসে সর্বোচ্চ ৬টি টিকিট এতদিন কাটতে পারতেন। কিন্তু আইআরসিটিসি-র নতুন নিয়মে এখন থেকে তিনি মাসে সর্বোচ্চ ১২টি টিকিট কাটতে পারবেন।
যাঁদের আইআরসিটিসি অ্যাপের আইডি আধার নম্বরের সঙ্গে লিঙ্ক করা রয়েছে, তাঁরা এতদিন সেই আইডি ব্যবহার করে প্রতি মাসে সর্বোচ্চ ১২টি টিকিট কাটতে পারতেন। কিন্তু আইআরসিটিসি-র নতুন নিয়মে এখন থেকে তাঁরা প্রতি মাসে সর্বোচ্চ ২৪টি টিকিট কাটতে পারবেন। অর্থাৎ উভয় ক্ষেত্রেই টিকিট কাটার ঊর্ধ্বসীমা দ্বিগুণ বাড়ানো হয়েছে।