সিধু মুসেওয়ালাকে(Sidhu Moosewala) হত্যাকাণ্ডে গ্যাংস্টার গোল্ডি ব্রারের (Goldie Brar) বিরুদ্ধে ‘রেড কর্নার নোটিস’ (আরসিএন)(Red Corner Notice) জারি করল ইন্টারপোল(Interpole)। গত ২৯ মে খুন হন পঞ্জাবি গায়ক ও কংগ্রেস নেতা সিধু মুসে ওয়ালা। খুনের দায় স্বীকার করে নিয়েছেন গোল্ডি। খুনের ঘটনার পর দিনই কানাডা নিবাসী গোল্ডির বিরুদ্ধে আরসিএন জারির জন্য সিবিআইয়ের কাছে আবেদন জানায় পাঞ্জাব পুলিশ। আবেদনের দশদিন পর ইন্টারপোল সিধুর খুনির বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল।
পঞ্জাবের শ্রী মুক্তসর সাহেবের বাসিন্দা গোল্ডির আসল নাম সতীন্দ্র সিংহ(Satinder Singh)। ২০১৭ সালে ছাত্র ভিসা নিয়ে কানাডায় যান তিনি। লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর একজন সক্রিয় সদস্য হিসাবে কাজ করেন গোল্ডি। তার বিরুদ্ধে পঞ্জাবে খুন, খুনের চেষ্টা, তোলাবাজি-সহ একাধিক মামলা রয়েছে।
Salman Khan: সলমনকে প্রাণনাশের হুমকি! গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইকে জিজ্ঞসাবাদ মুম্বই পুলিশের
নিরাপত্তা কমানোর পরের দিনই পঞ্জাবের মানসা জেলায় অজ্ঞাতপরিচয় হামলাকারীদের হাত খুন হন মুসে ওয়ালা(Moosewala Murder)।
অন্যদিকে, সম্প্রতি, বলিউডের তারকা বাবা-ছেলে সলমন খান (Salman Khan)-সেলিম খানের (Salim Khan) কাছে প্রাণনাশের হুমকি (Death Threat) দিয়ে চিঠি এসেছিল। তার প্রেক্ষিতেই এবার গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইকে জিজ্ঞাসাবাদ করতে দিল্লি গিয়েছে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ।