জলে যোগাসন, দেখেছেন কখনও ? সেরকমই ছবি দেখা গেল গুজরাতের রাজকোটে (Rajkot) । আজ, ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস । বিশ্বজুড়ে পালিত হচ্ছে দিনটি । নবমতম আর্ন্তজাতিক যোগ দিবস উপলক্ষ্যে দেশের বিভিন্ন প্রান্তেও আয়োজন করা হয়েছে বিভিন্ন অনুষ্ঠান । গুজরাতের রাজকোটে সেরকমই একটি অনুষ্ঠানে যোগদিবস (International Yoga Day 2023) উপলক্ষে জলের মধ্যেই যোগাসন করতে দেখা গেল ।
গুজরাতে যোগদিবসের অনুষ্ঠানের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে । যেখানে দেখা যাচ্ছে, একটি সুইমিং পুলে যোগাসন করছেন একসঙ্গে অনেকে । ২০ থেকে ৫০...সব বয়সী মানুষকেই এদিন যোগাসন করতে দেখা গিয়েছে ।
দেশজুড়ে যোগদিবস পালনে অংশগ্রহণ করেছেন রাজনৈতিক তারকা থেকে অভিনেতা, অভিনেত্রী সর্বোপরি সাধারণ মানুষেরা । সুদূর আমেরিকাতে যোগ দিবস পালন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । যোগ দিবস নিয়ে তাঁর মনের কথা তুলে ধরেছেন মোদী। তিনি বলেন, 'বিশ্বে যোগের প্রসারে ভারতের ভূমিকা গুরুত্বপূর্ণ। সুস্বাস্থ্য়ের জন্য যোগ অত্যন্ত জরুরি। যোগের মাধ্যমে বসুধৈব কুটুম্বকম-এর মন্ত্র জোরালো হবে।'