দেশে করোনা (Covid-19) পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে । ৩১ মার্চের পর থেকে কোভিডবিধি তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র । দীর্ঘ দুবছর পর দেশে সমস্ত পরিষেবা স্বাভাবিক হবে । এদিকে, ২৭ মার্চ থেকেই আন্তর্জাতিক বিমান পরিষেবা (International Flight) স্বাভাবিক হচ্ছে । আগের মতোই নিয়মিত আন্তর্জাতিক বিমান চলাচল করবে । বাধ্যতামূলক করা হয়েছে মাস্ক (Mask) ও স্যানিটাইজার (Sanitizer) । এমনই জানিয়েছে অসামরিক বিমানমন্ত্রক ।
কোভিডের সময় জারি করা নিয়ম-কানুন শিথিল করা হয়েছে । অসামরিক বিমানমন্ত্রক একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, বিমানকর্মীদের পিপিই কিট পরা বাধ্যতামূলক নয় । সেইসঙ্গে কোভিড পর্বে বিমানে তিনটি আসন ফাঁকা রাখার নিয়মও তুলে নেওয়া হচ্ছে । বিমানে ওঠার আগে প্রয়োজনমতো যাত্রীদের সম্পূর্ণ চেকআপ করা যাবে । তবে, সবসময় মাস্ক, স্যানিটাইজার রাখতে হবে যাত্রীদের । এছাড়া, বিমান কর্তৃপক্ষকেও মাস্ক ও স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে ।
আরও পড়ুন, West Bengal News: সোম-মঙ্গলের ধর্মঘট রুখতে কড়া নবান্ন, বিজ্ঞাপ্তি জারি করে বাতিল ছুটি
২০২০ সালের ২৩ মার্চ থেকেই ভারতের সঙ্গে বিদেশের বিমান যোগাযোগ বন্ধ হয়ে যায় । করোনা পরিস্থিতিতে বেশ কয়েকটি দেশের সঙ্গে দ্বিপাক্ষিক ‘এয়ার বাবল’ চুক্তির (Air Bubble) মাধ্যমে সীমিত সংখ্যক বিমান চলাচল শুরু হয় । এর মাঝে আন্তর্জাতিক উড়ান পরিষেবা স্বাভাবিক হতে পারে বলে জানা গিয়েছিল । কিন্তু ওমিক্রনের(Omicron)দাপটে আবার তা পিছিয়ে যায় । অবশেষে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতেই এবার পুরোপুরি স্বাভাবিক হতে চলেছে আন্তর্জাতিক বিমান পরিষেবা ।