সুখবর কেন্দ্রের। বেশ কিছু স্বল্পসঞ্চয় প্রকল্পে সুদের হার বাড়ানোর ঘোষণা কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের। মূল্যবৃদ্ধির বাজারে স্বস্তি মধ্যবিত্তের। ১ এপ্রিল থেকে বর্ধিত হারে সুদ পাওয়া যাবে। নতুন অর্থবর্ষের প্রথম কোয়ার্টারে এই সুদবৃদ্ধির কথা জানিয়েছে কেন্দ্র।
কেন্দ্র জানিয়েছে,ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট, কিষাণ বিকাশ পত্রের মাধ্যমে এই সুদ বৃদ্ধি হবে। এছাড়া প্রবীণ নাগরিক ও মাসিক সঞ্চয় প্রকল্পের গ্রাহকরাও উপকৃত হবেন। পিপিএফের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর নয়। আগে প্রবীণ নাগরিকরা ৮ শতাংশ সুদ পেতেন, এখন ৮.২ শতাংশ সুদ পাবেন। কিষাণ বিকাশ পত্রে সুদের হার ছিল ৭.১ শতাংশ। তা বেড়ে ৭.২ শতাংশ হয়েছে। মাসিক আয়ের উপর যে সঞ্চয় তা ৭.১ শতাংশ থেকে বেড়ে ৭.৪ শতাংশ হয়েছে।
উল্লেখ্য, গত ৯ মাসে এই নিয়ে ৩ বার স্বল্প সঞ্চয়ে সুদের হার বাড়াল কেন্দ্র।