সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অনামিকা বিষ্ণোইকে গুলি করে 'খুন' । অভিযোগ তাঁরই স্বামীর বিরুদ্ধে । গোটা ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে । যেখানে দেখা যাচ্ছে, কথা বলতে বলতেই হঠাৎ স্ত্রীকে লক্ষ্য করে পর পর গুলি ছোড়ে অভিযুক্ত ব্যক্তি । সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়তেই হইচই পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় ।
পুলিশ সূত্রে খবর, অনামিকা তাঁর দোকানের ভিতরেই বসেছিলেন । ব্যস্ত ছিলেন কাজে । সেইসময় হঠাৎই দোকানের ভিতর ঢুকে পড়েন তাঁর স্বামী মহিরাম । দু'জনের তর্কবিতর্ক হয় । তারপরই সিসিটিভি ফুটেজে দেখা যায়, অনামিকাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় অভিযুক্ত ব্যক্তি । অনামিকাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁকে মৃত ঘোষণা করা হয় ।
জানা গিয়েছে, অনামিকা ইনস্টাগ্রামে বেশ জনপ্রিয়। তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এক লক্ষেরও বেশি ফলোয়ার রয়েছে। পুলিশ সূত্রে খবর, অনামিকা ও তাঁর স্বামী আলাদা থাকতেন । প্রায় দুই বছর তাঁরা একসঙ্গে থাকেন না । কী কারণে খুন, এখনও জানা যায়নি । অভিযুক্ত পলাতক । তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ।