একমাসের শিশুকে নিয়ে থানায় অভিযোগ জানাতে গিয়েছিলেন মা । কিন্তু, থানায় যে এত বড় একটা বিপদ অপেক্ষা করছিল, তা আর কেই বা জানত । থানা থেকে যখন ওই মহিলা বেরোলেন, তখন তাঁর শিশু (Infant got injured) গুরুতর আহত,রক্তাক্ত ।
থানের (Thane) শিল দইঘর পুলিশ স্টেশন । রবিবার সেখানে তাঁর এক মাসের কন্যা সন্তানকে নিয়ে কোনও একটি বিষয়ে অভিযোগ জানাতে যান তিনি । হঠাৎ, সেখানে ঢুকে পড়ে এক বাঁদর (Monkey attacks on child) । ওই মহিলার উপর ঝাপিয়ে পড়ে । তাঁর কোলে থাকা শিশুকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে । কিন্তু, শক্তভাবে শিশুকে ধরেছিলেন তাঁর মা । শেষপর্যন্ত বাঁদরের হাত থেকে রক্ষা করেন তাঁর সন্তানকে । যদিও শিশুটি গুরুতর আহত হয়েছে বলে জানা গিয়েছে ।
ঘটনার পর, পুলিশ স্টেশন থেকে সোজা স্থানীয় হাসপাতালে যান ওই মহিলা । জানা গিয়েছে, ওই শিশুটির মাথায় পাঁচটা সেলাই পড়েছে ।