মুম্বই বিমানবন্দর । তখন মধ্যরাত । গোয়া থেকে এক বিমান সদ্য নেমেছে রানওয়েতে । তারপরই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য । বিমান থেকে যাত্রীরা নেমে এলেন ঠিকই । কিন্তু, বিমানবন্দরের টার্মিনালে গেলেন না তাঁরা । রানওয়েতেই জায়গায় জায়গায় গোল হয়ে বসে পড়লেন যাত্রীরা । সেখানে বসেই খোলা আকাশের নীচে খাবার খেলেন । সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও । জানা গিয়েছে, বিমান বিভ্রাটের জেরে ক্লান্ত ও বিরক্ত হয়ে এমনভাবে ক্ষোভপ্রকাশ করেছেন তাঁরা ।
জানা গিয়েছে, রবিবার দুপুর ২টো ২৫ মিনিটে গোয়া থেকে দিল্লির উদ্দেশে উড়ে রওনা হওয়ার কথা ছিল ইন্ডিগোর 6E2195 বিমানটির। কিন্তু,ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা কম থাকায় বিমানটি রাত ১১টা ৪০ মিনিটে দিল্লির উদ্দেশে রওনা দেয় । কিন্তু মাঝআকাশেই পথ বদলে বিমানটি মুম্বই বিমানবন্দরে অবতরণ করে । প্রায় ৯ ঘণ্টা বিমান ছাড়তে দেরি, তার উপর দিল্লি না পৌঁছে মুম্বইয়ে অবতরণ করে বিমানটি । স্বাভাবিকভাবেই ক্ষোভ তৈরি হয় যাত্রীদের মধ্যে ।
মুম্বইয়ে পৌঁছে বিমান থেকে যাত্রীদের নেমে আসার অনুরোধ করে ইন্ডিগো কর্তৃপক্ষ । কিন্তু, যাত্রীরা বিমান থেকে নামতে রাজি হননি । পরে বিমান সংস্থার দেওয়া খাবার নিয়ে রানওয়েতে বসে পড়েন যাত্রীরা । সেখানেই গোল করে বসে খাবার খান । একইসঙ্গে বিমান সংস্থার উপর ক্ষোভ উগড়ে দেন তাঁরা । মধ্যরাতে রানওয়েতে বিশৃঙ্খলার সৃষ্টি হয় । শেষে সিআইএসএফ আধিকারিকদের খবর দেন বিমানবন্দর কর্তৃপক্ষ । ঘটনাস্থলে আসেন জওয়ানরা । শেষপর্যন্ত রাত ২টো ৩৯ মিনিটে দিল্লির উদ্দেশে রওনা দেয় বিমানটি।
বিমানবন্দরের ভিডিওকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা চলছে । ভিডিও শেয়ার করে ক্ষোভ উগড়ে দিয়েছেন যাত্রীরা । যদিও পরে ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেন ইন্ডিগো কর্তৃপক্ষ ।