যাওয়ার কথা ছিল আহমেদাবাদে। কিন্তু ইন্ডিগোর বিমান ঢুকে পড়ল পাকিস্তানের আকাশসীমায়! পৌঁছে গেল গুজরানওয়ালা পর্যন্ত। কিন্তু কেন ঘটল এমন ঘটনা?
ইন্ডিগোর তরফে জানানো হয়েছে, তাদের ৬ই-৬৪৫ ইন্ডিগো বিমানটি পাঞ্জাবের অমৃতসর থেকে গুজরাটের আহমেদাবাদের উদ্দেশে রওনা দিয়েছিল। কিন্তু আটারি দিয়ে যাওয়ার সময় মাঝ আকাশে খারাপ আবহাওয়ার কারণে হঠাৎ বিমানটি গতিপথ বদলাতে বাধ্য হয়। সেটি ঢুকে পড়ে পাকিস্তানের আকাশসীমায়। অমৃতসর এয়ার ট্রাফিক কন্ট্রোলের তরফে সঙ্গে সঙ্গে ফোনে যোগাযোগ করা হয় পাকিস্তান এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে। তাদের
অনুমতি নিয়েই গুজরানওয়ালা অবধি উড়ে যায় বিমানটি। পাক খেতে থাকে পাকিস্তানের আকাশে।
পাক সংবাদমাধ্যমও জানিয়েছে, শনিবার সন্ধে সাড়ে ৭টা নাগাদ পূর্ব লাহোরে ঢুকে পড়ে ইন্ডিগোর বিমান। পরে ৮ টা ১ মিনিটে বিমানটি ভারতীয় আকাশসীমায় ফিরে যায়। আবহাওয়া একটু ভালো হতেই বিমানটি আহমেদাবাদের পথে উড়ে যায় এবং নির্বিঘ্নে অবতরণ করে।