Railway News : কেন্দ্রের উদাসীনতার প্রতিবাদ, একদিনের গণছুটির ডাক স্টেশন মাস্টার সংগঠনের

Updated : May 22, 2022 15:32
|
Editorji News Desk

একদিনের জন্য হয়তো থমকে যেতে পারে রেল। কিন্তু কেন ? কারণ, আগামী ৩১ মে সারা ভারতে গণছুটির ডাক দিয়েছেন রেলের স্টেশন মাস্টার সংগঠন অল ইন্ডিয়া স্টেশন মাস্টার্স। তাদের দাবি, দিনের পর দিন পদ শূন্য় হয়ে পড়ে রয়েছে। কিন্তু তাতে কোনও নিয়োগ হচ্ছে না। এর প্রতিবাদেই কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনে নামছে তারা। তাই আগামী ৩১ মে, একটা দিন তাঁরা গণছুটি পালন করবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে শূন্য পদে নিয়োগ না হওয়ার জন্য কেন্দ্রকে তোপ দেগেছে স্টেশন মাস্টারদের সর্বভারতীয় সংগঠন।

অল ইন্ডিয়া স্টেশন মাস্টার্স সংগঠনের তরফে বলা হয়েছে অবিলম্বে কেন্দ্র সরকারকে (Station Masters) তাঁদের দাবি মানিতে হবে। যত শূন্যপদ রয়েছে তাতে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। তাছাড়া স্টেশন মাস্টারদের বাকি দাবিগুলি নিয়েও আলোচনায় বসতে হবে। ফলে ওই দিন রেল পরিষেবা বিঘ্নিত হতে পারে বলে মনে করা হচ্ছে। রেল আধিকারিকরা মনে করছেন সরকারের উচিত অবিলম্বে স্টেশন মাস্টারদের এই দাবিদাওয়া নিয়ে আলোচনা করা হোক। না হলে বড়সড় সমস্যা তৈরি হতে পারে। এক্সপ্রেস থেকে শুরু করে লোকাল ট্রেন পর্যন্ত স্টেশন মাস্টারদের এই বিক্ষোভের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্টেশন মাস্টারদের (Station Masters) বক্তব্য, এর আগে একাধিকবার তাঁরা তাঁদের দাবি নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন। কিন্তু কিছুতেই কিছু লাভ হয়নি। ফলে একদিন পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। এতেও কাজ না হলে আগামী দিনে আরও বড় আন্দোলনের পথে নামতে পারেন দেশের স্টেশন মাস্টাররা।

Indian RailwaysRailway Boardstation

Recommended For You

editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক