দেশ ক্রমে বেড়ে চলেছে বেকারত্বের (unemployment rate) হার। রবিবার 'সেন্টার ফর মনিটারিং ইন্ডিয়ান ইকনমি' (সিএমআইই) ডিসেম্বর (December) মাসের যে পরিসংখ্যান দিয়েছে তাতে বাড়ছে উদ্বেগ।
এই সমীক্ষা অনুযায়ী, ডিসেম্বর মাসে দেশে বেকারত্বের হার ছিল ৮.৩ শতাংশ। যা গত ষোলো মাসে সর্বোচ্চ। এমনকি নভেম্বরেও এই হার ছিল ৮ শতাংশ। স্বাভাবিক ভাবেই নতুন বছরে এই পরিসংখ্যান উদ্বেগ বাড়াচ্ছে।
আরও পড়ুন- আরও বাড়বে ভারতীয়দের অ্যালকোহল সেবনের মাত্রা! জানাচ্ছে হু
সমীক্ষা অনুযায়ী, দেশের শহরগুলিতে বেকারত্বের হার ৮.৯৬ শতাংশ থেকে বেড়ে ডিসেম্বরে ১০.০৯ শতাংশ হয়েছে।তবে গ্রামের বেকারত্বের হার বেশ কিছুটা কমেছে। নভেম্বরে গ্রামে যেখানে বেকারত্বের হার ছিল ৭.৫৫ শতাংশ, ডিসেম্বরে সেই হারটিই কমে হয়েছে ৭.৪৪ শতাংশ। তবে, দেশের সামগ্রমিক পরিস্থিতি চিন্তার কারণ হয়ে উঠছে।