ফের শিরোনামে করোনার ভ্যারিয়ান্ট! এবার কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলছে XBB ভ্যারিয়ান্ট। ওমিক্রন ভ্যারিয়েন্টের নয়া সাব-ভ্যারিয়েন্টের খোঁজ পাওয়া গিয়েছে সিঙ্গাপুরে। নভেম্বরের মাঝামাঝি করোনার এই নতুন ভ্যারিয়ান্টের প্রভাব চরমে পৌঁছবে বলে ইতিমধ্যেই আশঙ্কাপ্রকাশ করেছেন সিঙ্গাপুরের স্বাস্থ্যমন্ত্রী। সামান্য হলেও এর প্রভাব থেকে মুক্ত নয় ভারতও। রিপোর্ট জানাচ্ছে, এখনও পর্যন্ত মোট ৭১ জন আক্রান্ত হয়েছেন করোনার এই নতুন ভ্যারিয়ান্টটিতে। পশ্চিমবঙ্গে আক্রান্ত হয়েছেন ১৭ জন। এছাড়াও, ওড়িশা, তামিলনাড়ু, মহারাষ্ট্রে খোঁজ পাওয়া গিয়েছে এই ভ্যারিয়ান্টের।
গত জুলাই মাসে সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন করোনা আক্রান্তের সংখ্যা ছিল গড়ে ৮০০ জন। এরপর গত এক মাসে সংক্রমণ লাফিয়ে বেড়ে গিয়েছে অনেকটাই। বিশেষজ্ঞরা জানাচ্ছেন XBB স্ট্রেনই এই সংক্রমণের মূল কারণ। জানা যাচ্ছে, আগের স্ট্রেনগুলির তুলনায় এটির ছড়িয়ে পড়ার প্রবণতা অনেকটাই বেশি।