সোমবার অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন। কয়েক হাজারের অতিথির উপস্থিতিতে মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার থেকে সাধারণ দর্শনার্থীরা অযোধ্যার রামমন্দিরে যেতে পারবেন। ইতিমধ্যেই ট্রেন, এমন কী বিমানের টিকিটও বুকিং হয়ে গিয়েছে। এবার স্পেশাল ট্রেনের ব্যবস্থা করল রেল কর্তৃপক্ষ। যার নাম দেওয়া হয়েছে আস্থা।
রেল সূত্রে খবর, বিভিন্ন রাজ্য থেকে অযোধ্যার জন্য এবার স্পেশাল ট্রেন চালানো হবে। আপাতত আগামী ১০০ দিনের জন্য ট্রেনগুলি চালানো হবে। হাওড়া-সহ রাজ্যের গুরুত্ব পূর্ণ স্টেশনেও এই ট্রেনের ব্যবস্থা থাকবে। স্পেশাল ট্রেনের টিকিটের দাম ধার্য করা হয়েছে ১৬০০ টাকা। আইআরসিটিসি-র ওয়েবসাইটে টিকিট কাটতে হবে। ২১ জানুয়ারি, রবিবার থেকেই ট্রেনের টিকিট বুকিং শুরু হয়েছে গিয়েছে।
রামমন্দিরকে কেন্দ্র করে অযোধ্যায় পর্যটন কেন্দ্র গড়বে। রামমন্দির দর্শন করতে দেশের পাশাপাশি বিদেশেরও বহু মানুষ আসবেন বলে আশাবাদী প্রধানমন্ত্রী।