দোলের আগেই সুখবর। এবার এক্সপ্রেস ট্রেনগুলিতে (Express Train) খুলতে চলেছে জেনারেল কামরা (Unreserved Coach)। দূরপাল্লার ট্রেনে এসির টিকিট না কেটেও পৌঁছে যাওয়া যাবে গন্তব্যে। কোভিড মহামারীর (Covid 19) জন্য এক্সপ্রেস ট্রেনগুলিতে অসংরক্ষিত কোচগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় রেল (Indian Railways)। এবার তা খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভারতীয় রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, সব এক্সপ্রেস ট্রেনেই ফিরছে অসংরক্ষিত কামরা। এর ফলে উপকৃত হবেন স্বল্প দূরত্বের এক্সপ্রেস ট্রেনের যাত্রীরা। প্ল্যাটফর্মে ট্রেনের টিকিট কেটেও এক্সপ্রেস ট্রেনে যাত্রা করার অনুমতি দেওয়া হয়েছে। দেশজুড়ে কোভিড পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।
আরও পড়ুন: জুন মাসে আসতে পারে চতুর্থ ঢেউ, এখনই স্বাভাবিক হচ্ছে না আন্তর্জাতিক উড়ান
কোভিড পরিস্থিতিতে অসংরক্ষিত কোচগুলি বন্ধ থাকায় সমস্যায় পড়েছিল অনেক যাত্রী। এবার যাত্রীদের সুবিধার্থে জেনারেল কামরায় ছাড় দিয়েছে রেল। কোভিডের শুরুর দিকে সব ধরনের ট্রেন পরিষেবা বন্ধ করে দিয়েছিল রেল। পরে শুরু হয় শ্রমিক স্পেশাল। এরপর দূরপাল্লার ট্রেন চালু হওয়ার পর অসংরক্ষিত কামরা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় রেলওয়ে কর্তৃপক্ষ।