কুয়াশার কারণে রীতিমতো সমস্যায় পড়েছে ভারতীয় রেল। প্রবল কুয়াশার জন্য উত্তর ভারতে দৃশ্যমানতা কমে গিয়েছে। যার ফলে প্রায় প্রতিদিনই বিপুল লেট হচ্ছে ট্রেন চলাচলে। এর ফলে প্রচুর রিজার্ভ টিকিট বাতিল হচ্ছে। তাতেই ক্ষতির মুখে পড়েছে রেল।
কেবলমাত্র মোরাদাবাদ ডিভিশন থেকে ডিসেম্বর মাসে ২০ হাজার রিজার্ভ টিকিট বাতিল হয়েছে বলে জানা গিয়েছে। এই বাতিল টিকিটের জন্য রেলকে রিফান্ড দিতে হয়েছে যাত্রীদের। তার ফলেই রেলের কোষাগার থেকে গচ্চা গিয়েছে বিপুল অঙ্কের টাকা।
MS Dhoni: হুঁকোয় টান ক্যপ্টেন কুলের! ভাইরাল ভিডিয়ো ঘিরে বিতর্ক
মোরাদাবাদ ডিভিশনের রেলওয়ে ম্যানেজার রাজ কুমার সিং জানিয়েছেন, টিকিট বাতিল বাবদ যাত্রীদের ক্ষতিপূরণ দিতে প্রায় ১.২২ কোটি টাকা খরচ হয়েছে রেলের। একটি ডিভিশনেই যদি এত খরচ হয়, তাহলে মোট খরচ কত হিসাব করেই চোখ কপালে উঠছে রেলকর্তাদের।
যাত্রীরাও অসহায়। রেলেরও একই অবস্থা। খারাপ আবহাওয়ার জন্য বরৈলি থেকে গত ডিসেম্বর মাসে ৪২৩০টি কনফার্ম টিকিট বাতিল করা হয়েছে। মোরাদাবাদ থেকে ৩২৩৯টি টিকিট বাতিল করা হয়েছে। হরিদ্বার থেকে ৩৯১৭টি এবং দেহরাদুন থেকে ২৪৪৮টি টিকিট বাতিল করা হয়েছে।