নতুন বছরের শুরু থেকেই একের পর এক সুখবর দিচ্ছে ভারতীয় রেল। এবার রেলের একটিমাত্র App-এই জানা যাবে ট্রেনের অবস্থান, কয়টি আসন ফাঁকা, সময়, কোন স্টেশনে দাঁড়াবে এমন সব সব তথ্যই। এমনকী টিকিটও কাটা যাবে। সংরক্ষিতর পাশাপাশি অসংরক্ষিত টিকিটও কাটা যাবে এই App এর মাধ্যমে। রেল সূত্রে খবর, প্রায় ৯০ কোটি টাকা খরচ করে প্রজেক্টটি করা হচ্ছে।
Japan Plane Fire: সুনামির পর ফের বিপর্যয় জাপানে! রানওয়েতে ধাক্কা, যাত্রীবাহী বিমানে আগুন
আগেও এই সমস্ত কাজ অনলাইনে করা যেত, কিন্তু অধিকাংশই রেলের নিজস্ব app নয়। রেলমন্ত্রক জানিয়েছে, এই App লঞ্চ হলে একটিতেই সমস্ত তথ্য মিলবে। আলাদা আলাদা App ইন্সটলের দরকার হবে না। ট্রেনে বসে খাবারও অর্ডার করা যাবে, এই App এর মাধ্যমে।