বাড়তে চলেছে ট্রেনের টিকিট ক্যানসেলশন চার্জ। এমনকি বাতিলের খরচ হিসেবে যে টাকা কাটা হবে তার উপর ৫ শতাংশ হারে GST দিতে হবে। এর পাশাপাশি ট্রেন ছেড়ে দেওয়ার পর টিকিট ক্যানসেল করলে কোনও টাকাই ফেরত দেওয়া হবে না।
রেলের নয়া নিয়ম অনুযায়ী, এতদিন পর্যন্ত ট্রেন ছাড়ার ৪৮ ঘণ্টা আগে কোনও AC প্রথম শ্রেণির কনফার্ম টিকিট ক্যানসেল করলে ১২০টাকা কাটা হতো। বর্তমানে সেই চার্জ বেড়ে হচ্ছে ২৪০টাকা। একইভাবে AC দ্বিতীয় শ্রেণির টিকিট ক্যানসেলেশন চার্জ বেড়ে হচ্ছে ২০০ টাকা। এবং এবার থেকে AC তৃতীয় শ্রেণির টিকিট ক্যানসেল করলে ১৮০টাকা করে কাটা হবে। স্লিপারের ক্ষেত্রে টিকিট ক্যানসেশন চার্জ হবে ১২০ টাকা। এই চার্জের সঙ্গে ৫ শতাংশ হারে GST দিতে হবে।
তবে যে সব টিকিট কনফার্ম হয়নি সেই টিকিট ক্যানসেল করলে কোনও চার্জ কাটা হবে। এই নিয়মে কোনও পরিবর্তন আনা হচ্ছে না।