আপনি টিকিট বাতিল করেছেন কিংবা আপনার নাম ওয়েটিং লিস্টে রয়েছে বলে টিকিট বাতিল হয়ে গিয়েছে। আর এর থেকে বিপুল পরিমাণে আয় হচ্ছে ভারতীয় রেলের।
তথ্য পরিসংখ্যান বলছে, ২০২১ সালে ২.৫৩ কোটি টিকিট বাতিল হয়েছে, আর তা থেকে আয় হয়েছে ২৪২.৬৮ কোটি টাকা। ২০২২ সালে বাতিল করা হয়েছে ৪.৬ কোটি টিকিট। আয় হয়েছে ৪৩৯.১৬ কোটি।
আরও পড়ুন - ডিজির পর এবার রাজ্যের চার জেলায় জেলাশাসক বদলির নির্দেশ কমিশনের
গত বছর অর্থাৎ ২০২৩ সালে ৫.২৬ কোটি টিকিট বাতিল করেছে ভারতীয় রেল। আয় হয়েছে ৫০৫ কোটি টাকা। আর চলতি বছরের প্রথম মাসে অর্থাৎ জানুয়ারিতেই রেল আয় করে ফেলেছে ৪৩ কোটি টাকা।