ট্রেন দুর্ঘটনা (Train Accident) হলে অনেক সময়ই দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যায় না। দোষ এসে পড়ে চালকের ঘাড়ে। এবার তদন্তের স্বার্থে ট্রেনে ব্ল্যাক বক্স (Black Box) বসানোর সিদ্ধান্ত নিল ভারতীয় রেল (Indian Rail) উল্লেখ্য, বিমানে এই যন্ত্র থাকে।
ভারতীয় রেলে এই যন্ত্রের নাম দেওয়া হয়েছে ‘ক্রু অডিয়ো-রেকর্ডিং সিস্টেম’। যা বিমান বা কপ্টারের ‘ব্ল্যাক বক্স’-এর মতোই কাজ করবে বলে জানাচ্ছে পূর্ব রেলের হাওড়া ডিভিশনের কর্তৃপক্ষ।
কী জানা যাবে এই যন্ত্র থেকে?
বিমান সংক্রান্ত যাবতীয় তথ্য, পাইলট ও সহকারি-চালকের মধ্যে কথোপথন এবং তাঁদের সব সিদ্ধান্তই ব্ল্যাক বক্সে রেকর্ড করা থাকে। বিমান দুর্ঘটনার তদন্তে এসব কাজে লাগে। এ বার সেই প্রযুক্তিই নিয়ে আসা হচ্ছে রেল পরিষেবায়।
আরও পড়ুন: Ahmedabad serial blast case: আহমেদাবাদ বিস্ফোরণ মামলায় ১৪ বছর পর রায়দান আদালতের, কী ঘটেছিল সেদিন?
ট্রেন কোনও দুর্ঘটনার কবলে পড়লে ঠিক কী ঘটেছিল, তা জানাবে যন্ত্র। রেলের ‘ব্ল্যাক বক্স’-এ ছবি ও ভিডিয়ো-ও সংরক্ষিত থাকবে। এই সুবিধা বিমানের ব্ল্যাক বক্সে থাকে না।
আপাতত পাইলট প্রজেক্ট হিসেবে হাওড়া শাখার দূরপাল্লার একটি ইঞ্জিনে এই যন্ত্র বসানো হয়েছে। এর পর আরও ১৫টি ইঞ্জিনে বসানো হবে। এক একটি যন্ত্রের জন্য খরচ প্রায় তিন লক্ষ টাকা। রেল সূত্রে খবর, দু’হাজার ইঞ্জিনে এই যন্ত্র বসানো হবে।