স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে ভারতীয় রেলের বিভিন্ন পদে নিয়োগ শুরু হয়েছে। উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে অফিশিয়াল ওয়েবসাইটে আবেদন করতে পারেন চাকরিপ্রার্থীরা।
নির্দিষ্ট পদে আবেদন কারার সময়সীমা ১২ মে থেকে ১৩ জুন। এই ক্ষেত্রে অনলাইনে আবেদন করতে হবে চাকরিপ্রার্থীদের। Selection Post Phase-10 Notification 2022-তে নিয়োগ করবে ভারতীয় রেল।
ভারতীয় রেলের সমস্ত জোন মিলিয়ে ২০৬৫টি পদে নিয়োগ করা হবে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে।
শিক্ষাগত যোগ্যতা
দশম, দ্বাদশ ও স্নাতক পাশ হলেই ব্যক্তিরা আবেদন করতে পারবেন এই পদগুলিতে। সেই ক্ষেত্রে কোনও স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই যোগ্যতা লাভ করতে হবে আবেদনকারীদের।
যোগ্য প্রাথীরা অফিশিয়াল ওয়েবসাইট http://ssc.nic.in এর মাধ্যমে আবেদন করতে পারেন | অনলাইন টেস্টের মাধ্যমে হবে নিয়োগ । আবেদনের ক্ষেত্রে সাধারণ ও ওবিসি চাকিরপ্রার্থীদের ১০০ টাকা আবেদন ফি। তফশিলি জাতি/উপজাতি এবং মহিলাদের জন্য কোনো আবেদন ফি লাগবে না।