বিশ্বকাপ জয়ের স্বপ্ন গত বৃহস্পতি বারেই ভেঙে খান খান হয়ে গিয়েছে ভারতের, ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে হেরে সেমিফাইনাল থেকেই ছিটকে গিয়েছে বিরাট রোহিতরা। কিন্তু তারপরেও রবিবার মেলবোর্নের ফাইনাল একেবারে ‘ভারতহীন’ হবে না। ভাবছেন তো কী ভাবে সম্ভব? আসলে সবাই ফিরে গেলেও মেলবোর্নে ফাইনালে থাকছেন ভারতীয় বংশোদ্ভূত কন্যা জানকী ঈশ্বর। ১৩ বছরের এই মেয়ে সেদিন মেলবোর্নে গাইবেন গান।
আরও পড়ুন - ট্র্যাডিশনাল বিয়ের দীর্ঘদিনের মিথ ভেঙে সাত পাকে বাঁধা পড়েছেন টলি-বলির যে তারকা জুটিরা
পাকিস্তান ইংল্যান্ডের হাড্ডাহাড্ডি ম্যাচের দিকে তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব। সেখানেই মঞ্চ মাতাবেন ভারতীয় বংশোদ্ভূত এই কন্যে। মেলবোর্নে ৯০ হাজার মানুষ ধরে। ভারত ফাইনালে যাবেই ভেবে কতজনই আগেভাগে কেটে রেখেছিলেন টিকিট, কিন্তু পরে তা জলের দরে বিকিয়েও দিয়েছেন কেউ কেউ। কিন্তু যেই ভারতীয়রা এখনও সব হারিয়েও কেবল টি২০ বিশ্বকাপ দেখতে মেলবোর্নে যাওয়ার কথা ভেবেছেন জানকী তাদের কাছে বেশ বড় চমক।
‘আইসহাউজ’ ব্যান্ডের সঙ্গে রবিবার পারফর্ম করবে জানকী। তবে জানকীর জন্ম এবং বেড়ে ওঠা ক্যাঙারুর দেশ অস্ট্রেলিয়াতেই। তবে তাঁর শিকড় ভারতেই, জানকীর মা বাবা থাকেন দক্ষিণ ভারতে।