ভারতীয় চিকিৎসদের জন্য সুখবর। এবার থেকে শুধু দেশে নয়। ভারত থেকে এমবিবিএস (MBBS) পাশ করলে দেশের পাশাপাশি বিদেশে গিয়েও চাকরি করার ছাড়পত্র মিলবে।
আন্তর্জাতিক মেডিক্যাল ফেডারেশনের এই নয়া ছাড়পত্রের ফলে ভারতীয় চিকিৎসকরা আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া এবং নিউ জিল্যান্ডেও চিকিৎসা করতে পারবেন।
সম্প্রতি একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করেছে স্বাস্থ্য মন্ত্রক। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভারতের ন্যাশনাল মেডিক্যাল কমিশনকে ১০ বছরের জন্য ছাড়পত্র দিয়েছে ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিক্যাল এডুকেশন।
আরও পড়ুন - চাঁদে সূর্যোদয়, 'ঘুমন্ত' রোভার প্রজ্ঞান ও ল্যান্ডার বিক্রমকে জাগানোর চেষ্টায় ইসরো
এই ছাড়পত্রের ফলে এমবিবিএস ডিগ্রি নিয়ে শুধু বিদেশে চিকিৎসা নয়। উচ্চশিক্ষার জন্য প্রশিক্ষণ নিতে চাইলেও বিদেশে যাওয়া যাবে।