অরুণাচলপ্রদেশে কপ্টার দুর্ঘটনায় মৃত্যু দুই ভারতীয় সেনার। মৃত্যুর খবর নিশ্চিত করেছে ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ড। জানা গিয়েছে, কপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল ভিভিডি রেড্ডি ও মেজর জয়ানাথ। অরুণাচলের মন্ডলার কাছে বাংলাজাপ গ্রামে কপ্টারটির ধ্বংসাবশেষ উদ্ধার হয়।
বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে অরুণাচল প্রদেশের পাহাড়ে সেনাবাহিনীর 'চিতা' হেলিকপ্টার দুর্ঘটনার সম্মুখীন হয়। তাঁর পর থেকেই নিখোঁজ ছিলেন কপ্টারে থাকা দুই পাইলট। নিখোঁজ পাইলটদের খোঁজে শুরু হয় তল্লাশি। এরপরেই উদ্ধার হয় দুটি মৃতদেহ। ইতিমধ্যেই মৃতদের পরিবারে খবর দেওয়া হয়েছে।