লাদাখের গালওয়ানের পর এ বার অরুণাচলের তাওয়াংয়ে। গভীর রাতে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (এলএসি) সংঘর্ষে ভারতীয় এবং চিনা সেনা। তবে ২০২০ সালের গালওয়ান-কাণ্ডের মতো প্রাণহানি না ঘটলেও শুক্রবার রাতের সংঘর্ষে দু’পক্ষেরই বেশ কয়েক জন সেনা আহত হয়েছেন বলে সংবাদ সংস্থা এএনআই জানাচ্ছে। তবে কোনও পক্ষ আগ্নেয়াস্ত্র ব্যবহার করেনি।
ভারতীয় সেনাবাহিনীর তরফে সোমবার জানানো হয়েছে, শুক্রবার রাতে চিনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতের এলাকায় ঢোকার চেষ্টা করলে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সে সময় সংঘর্ষে দু’পক্ষেরই বেশ কয়েক জন আহত হন।
Bogtui Police Vs CBI : সিবিআই হেফাজতে লালনের দেহ উদ্ধার, অস্বাভাবিক মৃত্য়ুর তদন্তে বীরভূম পুলিশ
প্রায় ৩০০ চিনা সেনা তাওয়াঙের ওই সেক্টরে অনুপ্রবেশ করেছিল বলেই ভারতীয় সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে। কিন্তু দ্বিপাক্ষিক ঊর্ধ্বতন সেনা স্তরের আলোচনার পর চিনা সেনাবাহিনী পিছু হটতে সম্মত হয়।
২০২০ সালের গত ১৫ জুন পূর্ব লাদাখের গালওয়ানে প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশকারী চিনা ফৌজকে ভারতীয় বাহিনী বাধা দেওয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছিল। সংঘর্ষে মোট ২০ জন ভারতীয় সেনা নিহত হয়েছিলেন।