ভারত জিতবে, বিজেপি হারবে। বিরোধী জোটের নতুন নাম 'ইন্ডিয়া'। বেঙ্গালুরুতে ২৬টি বিরোধী দলের বৈঠকের শেষে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, বিজেপির অপশাসনের বিরুদ্ধে দেশকে বাঁচাতে লড়বে এই জোট।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "কোনও ব্যক্তি যদি বিরোধীদের সমর্থন করেন, তা হলেই ইডি ও সিবিআই চলে যায়। আর সব সময় বিরোধীদের ধমকায়, চমকায়। কাজ করতে দেয় না। গণতন্ত্রকে কিনে নিতে চাইছে বিজেপি। ৩৫৫, ৩৫৬ নিয়ে ভয় দেখাচ্ছে। আজ আমরা ৪২০ ধারা করে দিয়েছি। রাজনৈতিক ভাবে এবার ইন্ডিয়া জিতবে, বিজেপি হারবে। ভারত জিতবে, বিজেপি হারবে।"