সংবাদমাধ্যম ও সাংবাদিকদের স্বাধীনতার আন্তর্জাতিক সূচকে (Press Freedom Index) আরও অবনতি ভারতের। ১১ ধাপ পিছিয়ে গেল ভারত। বুধবার আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের ২০২৩ সালে রিপোর্ট ও সূচক অনুযায়ী জানা গিয়েছে, বিশ্বে ১৮০টি দেশের মধ্যে ১৬১ নম্বরে আছে ভারত। স্বাধীনতার পর থেকে যা সর্বনিম্ন।
২০২২ সালে ১৫০তম স্থানে ছিল ভারত। এবার ১১ ধাপ পিছিয়ে ১৬১ নম্বরে নেমে গিয়েছে। পড়শি দেশ পাকিস্তানও ভারতের আগে। বর্তমানে তাঁরা ১৫০ নম্বরে আছে।
আরও পড়ুন: এগিয়ে আসছে 'মোচা', আগামী সপ্তাহেই ল্যান্ডফলের সম্ভাবনা
এই আন্তর্জাতিক সূচক সামনে আসার পর দ্য ইন্ডিয়ান উইমেন প্রেস কর্পোরেশন ও প্রেস ক্লাব অফ ইন্ডিয়া যৌথভাবে বিবৃতি দিয়েছে। যৌথ বিবৃতিতে বলা হয়েছে, "সাম্প্রতিক রিপোর্টে ভারত-সহ বেশ কয়েকটি দেশে সংবাদমাধ্যমের স্বাধীনতার আন্তর্জাতিক সূচক কমে গিয়েছে।"