বন্দে ভারতের পর ভারতীয় রেল নিয়ে আসতে চলেছে বন্দে ভারত মেট্রো। এই ঘোষণা আগেই হয়েছিল, দ্রুত গতিতে চলছে বন্দে মেট্রোর রেক তৈরির কাজ। মেট্রো রেলের পক্ষ থেকে পাঞ্জাবের কাপুরথালায় রেল কোচ ফ্যাক্টরিতে নির্মীয়মাণ বন্দে মেট্রোর ছবি পোস্ট করা হয়েছে। ঝকঝকে ছবি চোখ টানছে নেটিজেনদের। রেল কর্তৃপক্ষকে প্রশংসায় ভরিয়ে দুয়েছেন নেটিজেনরা।
১৬ কোচের বন্দে মেট্রো সম্পূর্ণ বাতানুকূল তো বটেই, তার সঙ্গে রয়েছে যাবতীয় সুযোগ সুবিধা। রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, খুব দ্রুত মেট্রো তৈরির কাজ শেষ হবে।
West Bengal Weather Update: হিটওয়েভ জারি, তবে বৃষ্টি খুব দূরে নয়, কী বলল আবহাওয়া দফতর?
পাশাপাশি দুটি শহরের মধ্যে চলাচল করবে বন্দে ভারত মেট্রো। গতি ঘণ্টায় ১৩০ কিলোমিটার। এই ট্রেনে শীতকালে থাকবে গরম জলের ব্যবস্থা। আগুন ও ধোঁয়া শনাক্ত করার জন্য থাকবে ১৪টি করে সেন্সর। একটি কামরায় যাতায়াত করতে পারবেন ২৮০ জন যাত্রী।