অভিনব পদক্ষেপ গুজরাত সরকারের । দেশের মধ্যে প্রথম ইস্পাতের রাস্তা (Steel Road)তৈরি হল গুজরাতের সুরাতে (Surat)। দেশের বিভিন্ন প্ল্যান্ট থেকে যে ইস্পাত বর্জ্য নির্গত হয়, সেগুলি দিয়েই এই রাস্তা তৈরি করা হয়েছে । বিভিন্ন প্ল্যান্ট থেকে নির্গত বর্জ্য পুনর্ব্যবহারের উপর একটি গবেষণা চলছে । সেই গবেষণার অংশ হিসাবেই এই রাস্তা তৈরি করা হয়েছে । জানা গিয়েছে, প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্তের প্ল্যান্ট থেকে প্রায় উনিশ মিলিয়ন টন ইস্পাত বর্জ্য তৈরি হয় ।
ভারতের প্রথম ইস্পাতের তৈরি রাস্তা সম্পর্কে কিছু তথ্য রইল আপনাদের জন্য
কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর), সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউট (সিআরআরআই), ইস্পাত মন্ত্রণালয় এবং নীতি আয়োগের উদ্যোগে এই ইস্পাতের রাস্তা বানানো হয়েছে ।