এর আগে পর্যন্ত ATM এ গেলে মিলত কেবল টাকা, এবার থেকে মিলবে সোনাও। যখন খুশি, যত খুশি। একটি বেসরকারি সংস্থার উদ্যোগে দেশের প্রথম গোল্ড ATM চালু হল হায়দরাবাদে। ক্রেতাদের সুবিধার কথা মাথায় রেখেই এই অভিনব উদ্যোগ সংস্থাটির৷ টাকা তোলার মতোই কার্ড ঘষলে মিলবে ইচ্ছে মতো সোনা।
নগদ বা ধার যেভাবে ইচ্ছে কিনতে পারবেন সোনা, সেক্ষেত্রে ক্রেতাদের দেওয়া হবে ক্রেডিট বা ডেবিট কার্ড। বাজার দর অনুযায়ীই হবে সোনার দাম। তবে সোনার গয়না নয় কার্ড ঘষলে কেবল মিলবে সোনার কয়েন। পিন দিয়ে কত পরিমাণ সোনা প্রয়োজন লিখলেই বেরিয়ে আসবে কয়েন৷