কানাডার নাগরিকদের ফের ভিসা দেবে কেন্দ্রীয় সরকার । আজ, অর্থাৎ বৃহস্পতিবার থেকেই ভিসা দেওয়া শুরু হবে । মোট চার ক্যাটাগরিতে ভিসা দেওয়া হবে । বুধবার এমনই জানিয়েছে বিদেশমন্ত্রক । উল্লেখ্য, গত মাসেই কানাডার নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ জারি করেছিল বিদেশমন্ত্রক । ভিসা দেওয়া স্থগিত রাখা হয়েছিল । এবার সেই ব্যবস্থা পুনরায় চালু করতে চলেছে কেন্দ্রীয় সরকার ।
কানাডায় ভারতের হাই কমিশন এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, ‘এন্ট্রি ভিসা’, ‘বিজনেস ভিসা’, ‘মেডিক্যাল ভিসা’ এবং কনফারেন্স-এর ক্ষেত্রে ভিসা পাওয়া যাবে । রবিবারই বিদেশমন্ত্রী জয়শঙ্কর জানিয়েছিলেন, কানাডায় ভারতীয় কূটনীতিকদের সুরক্ষা দেখতে পেলে খুব শীঘ্রই কানাডার নাগরিকদের জন্য ভিসা পরিষেবা পুনরায় চালু করার কথা ভাবা হবে । এরপরই এদিন, সেই ভিসা পুনরায় চালু করার কথা ঘোষণা করল বিদেশমন্ত্রক ।