বুধবার দেশে একলাফে অনেকটাই বাড়ল ওমিক্রন আক্রান্তের সংখ্যা । কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, এখনও পর্যন্ত দেশে ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ৭৮১ জন । এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২৪১ জন ।
আক্রান্তের নিরিখে ফের মহারাষ্ট্রকে টপকে শীর্ষে উঠে এল দিল্লি । ৭৮১ জনের মধ্যে ২৩৮ জনই দিল্লিতে আক্রান্ত হয়েছে । তবে মহারাষ্ট্রে এদিন নতুন করে কেউ আক্রান্ত হয়নি ।
এদিকে, ওমিক্রন আক্রান্তের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে দেশে কোভিড গ্রাফের চিত্রটা । বুধবার দেশে একলাফে প্রায় ৪৪ শতাংশ বাড়ল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা । কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, দেশে নতুন করে কোভিডে(Covid) আক্রান্ত হয়েছেন ৯ হাজার ১৯৫ জন । গত ২৪ ঘণ্টায় মৃত্যু(Death) হয়েছে ৩০২ জনের । একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৭ হাজার ৩৪৭ জন ।
আরও পড়ুন, Omicron: ক্রমশ বাড়ছে ওমিক্রন আতঙ্ক, বিদেশ ফেরত যাত্রীদের ওপর কড়া নজরদারি রাজ্যের
মঙ্গলবারই দিল্লিতে হলুদ সর্তকতা(yellow alert) জারি করা হয় । সেইসঙ্গে জারি করা হয়েছে একাধিক বিধিনিষেধ । ৫০% হাজিরা নিয়ে চলবে অফিস কাছারি, তবে সম্পূর্ণ বন্ধ থাকবে প্রেক্ষাগৃহ, জিম । রাত ১০টা থেকে পরদিন ভোর ৫টা পর্যন্ত রাজধানীতে জারি থাকবে নৈশ কারফিউ(Night Curfew)।