দেশে কোভিডের দৈনিক গ্রাফ (Daily Covid Graph) নিম্নমুখী । শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে কোভিডে (Covid-19) আক্রান্ত হয়েছেন ২২,২৭০ জন । শুক্রবারের তুলনায় কমেছে মৃতের (Death) সংখ্যাও । গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩২৫ জনের । দেশে সক্রিয় কোভিড রোগীর (Active covid cases) সংখ্যা ২ লাখ ৫৩ হাজার ৭৩৯ ।
গত ২৪ ঘণ্টায় সুস্থ (Recovery) হয়েছেন ৬০ হাজার ২৯৮ জন । এখনও পর্যন্ত দেশে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ কোটি ২০ লাখ ৩৭ হাজার ৫৩৬ জন । স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, দেশে কোভিডে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪ কোটি ২৮ লাখ ২ হাজার ৫০৫ জন । মোট মৃত্যু হয়েছে ৫ লাখ ১১ হাজার ২৩০ জনের ।
আরও পড়ুন, Indian Rail: দুর্ঘটনার কারণ জানতে বিমানের মতো ট্রেনেও বসবে ব্ল্যাক বক্স
রাজ্যগুলির মধ্যে আক্রান্তের নিরিখে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র (Maharashtra) । গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজারের বেশি । তবে দৈনিক আক্রান্তের নিরিখে কেরালায় (Kerala) সংক্রমণ সবথেকে বেশি । একদিনে আক্রান্ত ৭,৭৮০ জন ।