ওমিক্রন(Omicron) আতঙ্কের আবহে উদ্বেগ বাড়াচ্ছে দেশের কোভিড গ্রাফ । শনিবার দেশে একলাফে অনেকটা বাড়ল করোনা আক্রান্তের (Corona case) সংখ্যা । কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, দেশে নতুন করে কোভিডে আক্রান্ত হলেন ২২ হাজার ৭৭৫ জন । সেখানে, শুক্রবার আক্রান্তের সংখ্যা ছিল ১৬ হাজার ৭৬৪ জন । অর্থাৎ নতুন করে প্রায় ছয় হাজার আক্রান্ত হয়েছেন । অন্যদিকে, দৈনিক মৃত্যুও(Death) বেড়েছে । গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪০৬ জনের ।
দেশে ইতিমধ্যেই হাজার পার করেছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা । গত ২৪ ঘণ্টায় দেশে ১৬১ জন নতুন করে ওমিক্রনে আক্রান্ত হয়েছেন । এই নিয়ে দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১,৪৩১ । এর মধ্যে মহারাষ্ট্রেই আক্রান্ত হয়েছেন ৪৫৪ জন । এরপরেই রয়েছে দিল্লি, তামিলনাড়ু, গুজরাত, কেরালা ।
দেশে বাড়ছে সক্রিয় কোভিড রোগীর সংখ্যাও । বর্তমানে দেশে সক্রিয় কোভিড রোগী রয়েছেন ১ লাখ ৪ হাজার ৭৮১ । অন্যদিকে, সুস্থতার হার ৯৮.৩২ শতাংশ । গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮,৯৪৯ জন ।
আরও পড়ুন, Omicron: ভয়াবহ চেহারা সংক্রমণের! রাজ্যগুলিকে সতর্ক করল কেন্দ্রীয় সরকার
দেশে উর্ধ্বমুখী কোভিড গ্রাফ নিয়ে রীতিমতো উদ্বিগ্ন কেন্দ্র । ইতিমধ্যে রাজ্যগুলিকে সতর্ক করেছে কেন্দ্রীয় সরকার । প্রতিটি রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দিয়েছে ICMR । কেন্দ্রীয় সরকার (Government of India) জানিয়েছে, যাঁদের জ্বর আছে, মাথায় যন্ত্রণা, গলায় ব্যথা, শ্বাস-প্রশ্বাস নিতে সমস্যা হচ্ছে, শরীরে যন্ত্রণা, স্বাদ বা ঘ্রাণের সমস্যা, ক্লান্তি এবং ডায়েরিয়া রয়েছে- তাঁদের করোনায় আক্রান্ত সন্দেহের তালিকায় রাখতে হবে । তাঁদের পরীক্ষা করাতে হবে ।