সোমবার দেশে বেশ খানিকটা কমল কোভিডের দৈনিক সংক্রমণ (Daily Covid Cases) । কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, দেশে নতুন করে কোভিডে (Covid-19) আক্রান্ত হয়েছেন ২ লাখ ৯ হাজার ৯১৮ জন । সংক্রমণ কমলেও বাড়ছে মৃতের (Death) সংখ্যা । গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৯৫৯ জনের । দেশে দৈনিক পজিটিভিটি রেট (Daily Positivity Rate) বেড়ে হয়েছে ১৫.৭৭ শতাংশ ।
সক্রিয় কোভিড রোগীর (Active Covid Cases) সংখ্যাও কমছে । দেশে মোট সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ১৮ লাখ ৩১ হাজার ২৬৮ । গত ২৪ ঘণ্টায় সুস্থ (Recovery) হয়েছেন ২ লাখ ৬২ হাজার ৬২৮ জন । এখনও পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ৮৯ লাখ ৭৬ হাজার ১২২ ।
আরও পড়ুন, Covid in Bengal: রাজ্যে নতুন করে কোভিডে আক্রান্ত ৩৪২৭ জন, মৃত্যু হয়েছে ৩৩ জনের
সোমবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪ কোটি ১৩ লাখ ২ হাজার ৪৪০ । মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ৯৫ হাজার ৫০ জন । দেশে মোট ভ্যাকসিনেশন (Vaccination) হয়েছে ১৬৬ কোটি ৩ লাখ ৯৬ হাজার ২২৭ ।