শুক্রবার দেশে বেশ খানিকটা কমল কোভিডের দৈনিক সংক্রমণ (Daily Covid Cases) । কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, দেশে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৫১ হাজার ২০৯ জন । গত ২৪ ঘণ্টায় বেড়েছে মৃতের (Death) সংখ্যা । একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৬২৭ জনের ।
দৈনিক সংক্রমণের পাশাপাশি সংক্রমণের হারও (Positivity Rate) নিম্নমুখী । স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, দৈনিক সংক্রমণের হার ১৯.৫% থেকে কমে হয়েছে ১৫.৮% । সুস্থতার (Recovery) হারও বাড়ছে । গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৪৭ হাজার ৪৪৩ জন । দেশে করোনা থেকে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ৮০ লাখ ২৪ হাজার ৭৭১ । সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ২১ লাখ ৫ হাজার ৬১১ জন ।
আরও পড়ুন, RTPCR Test: আরটিপিসিআর টেস্টের খরচ কমাল রাজ্য! একলাফে অনেকটা কমল করোনা পরীক্ষার খরচ
দেশে এখনও পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪ কোটি ৬ লাখ ২২ হাজার ৭০৯ জন । মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ৯২ হাজার ৩২৭ জনের । এখনও পর্যন্ত দেশে মোট ভ্যাকসিনেশন (Vaccination) হয়েছে ১৬৪ কোটি ৪৪ লক্ষ ৭৩ হাজার ২১৬ ।