করোনার নয়ে প্রজাতি BF7-এর প্রাদুর্ভাবে ইতিমধ্যেই নাজেহাল চিন(Covid Update in China)। এবার সেই চিনেই ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পাঠাতে চলেছে ভারত। বেশ কিছুদিন ধরেই করোনার নয়া প্রজাতির(Omicron Update in China) সংক্রমণে ত্রাহি ত্রাহি রব উঠেছে চিনে। দেশে বাড়তে থাকা রোগীর চাপে সমস্যায় পড়েছে জিনপিং সরকার(Xi Jinping Govt.)। ইতিমধ্যেই সে দেশে জ্বর-সর্দিকাশির ওষুধে টান পড়েছে। এই পরিস্থিতিতেই পড়শি দেশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে মোদী সরকার(Narendra Modi on China)।
জানা গিয়েছে, বর্তমানে চিনে(China Covid Update) জ্বরের ওষুধ প্রায় নেই বললেই চলে। এই পরিস্থিতিতে চিনে বেআইনিভাবে ওষুধ মজুতের প্রবণতা বাড়ছে। ফলে দোকানে ওষুধের আকাল দেখা দিয়েছে। এমনকি, করোনা পরীক্ষার জন্য টেস্ট কিটও(Covid test Kit) মিলছে না চিনে। সবমিলিয়ে চরম সংকটের সম্মুখীন চিন। আর সেই সমস্যা সামাল দিতেই এগিয়ে এসেছে বৃহৎ ওষুধ উৎপাদনকারী দেশ ভারত(India supports China)।